আনুমানিক এই ব্যবসা করলে আপনি বছরে ২ থেকে ৩ লক্ষ টাকা আয় করতে পারবেন। আর প্রতিমাসে ২০ থেকে ৩০ হাজার টাকা আয় করতে পারবেন।
৫. দোকান দেওয়ার জন্য উপযুক্ত স্থান
স্টেশনারি দোকান দিতে চাইলে সবার আগে যে জিনিসটি মাথায় আসে তা হলো, দোকান দেওয়ার উপযুক্ত স্থান। কারণ, দোকান এর উপযুক্ত স্থান এর উপর আপনার ব্যবসায়ের লাভ ক্ষতি নির্ভর করবে।
যেহেতু স্টেশনারি আইটেম আমাদের নিত্যদিনের ব্যবহার্য জিনিসের আওতায় পড়ে। তাই, আপনাকে স্টেশনারি দোকান দিতে হলে এমন কোন জায়গায় দিতে হবে যেসব জায়গা জনসাধারণের কোলাহলের আওতার মধ্যেই পড়েই। স্টেশনারি দোকান দিতে হলে আপনাকে বাজার, স্কুল কলেজ কিংবা কোন ধরণের শিক্ষা প্রতিষ্ঠান, সেই সাথে জনগণের সমাগমপূর্ণ জায়গায় নির্বাচন করতে হবে।
পণ্যের তালিকা
যেকোনো ব্যবসার ক্ষেত্রে আপনি কি ধরনের পন্য বেছে নেবে তা সম্পূর্ণরূপে আপনার আগ্রহের উপর নির্ভর করে থাকে। তবে, আপনি যদি স্টেশনারি ব্যবসা শুরু করতে চান, সেক্ষেত্রে আপনাকে পন্যসমূহ একটু ভেবে চিন্তে নিতে হবে।
স্টেশনারি ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনি কি ধরনের পণ্য সমূহ বেছে নিতে হবে তার একটি তালিকা তুলে ধরার চেষ্টা করছি।
বই-খাতা, কলম-পেন্সিল, রাবার, কালার পেন, ক্যালেন্ডার, কাগজ, ক্যালিগ্রাফি সেট, শিশুসুলভ স্টেশনারি, ডেস্ক ঘড়ি, খাম, ডায়েরি, ফোল্ডার, ফটো এলবাম, ছবির কাঠামো, বিবাহের এলবাম, লেখা কাগজ পত্র
পাইকারি মার্কেট তালিকা
কোন ধরনের ব্যবসা শুরু করার আগে সবার আগে যে জিনিসটা মাথায় আসে তা হলো পাইকারি পণ্য তালিকা। ব্যবসায়ীদের মূল উদ্দেশ্যই থাকে কম মূল্যে পন্য কিনে তা অধিক মূল্যে বিক্রি করা।
যেকোনো ব্যবসা শুরু করার আগে তারা পাইকারি দামে পণ্যের কাঁচামাল কোথায় পাওয়া যায় তা নিয়ে চিন্তা করে থাকে। আপনারা যদি স্টেশনারি ব্যবসা শুরুর পরিকল্পনা করে থাকেন তাহলে, কোন স্থান থেকে আপনি পাইকারি দামে জিনিস কিনতে পারবেন তা তুলে তুলে ধরার চেষ্টা করছি।
চকবাজার
ঢাকা শহরের লালবাগে অবস্থিত চকবাজার। নানা ধরনের দেশি কিংবা বিদেশি, আসল কিংবা নকল পন্যের সমারোহ রয়েছে এই চকবাজারে। এমন কোন পন্য নেই যা আপনি চকবাজারে পাবেন না। তাই, আপনি যদি স্টেশনারি ব্যবসা শুরু করতে তাহলে নির্দ্বিধায় পন্য কিনতে পারবেন এই চকবাজার থেকে।
নীলক্ষেত
যারা রাজধানী ঢাকার বাসিন্দা তাদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি স্থান হলো নীলক্ষেত। নতুন পুরাতন বইয়ের বাজার হিসেবে পরিচিত এই স্থানটি ঢাকা কলেজ এবং ইডেন মহিলা কলেজের মধ্যবর্তী স্থানে অবস্থিত।
আপনি যেকোনো স্থান থেকে পরিবহনের মাধ্যমে যেতে পারবেন নীলক্ষেত। জনপ্রিয় সব বইয়ের দোকান এর পাশাপাশি এইখানে রয়েছে নানা ধরণের স্টেশনারি পন্যের সমাহার। আপনি যদি স্টেশনারি ব্যবসা শুরু করতে চান তাহলে খুব সহজে আপনি পণ্যের কাঁচামাল কিনতে কিংবা পাইকারি দামে কাঁচামাল কিনতে যেতে পারে নীলক্ষেতে।
নিউমার্কেট
উচ্চবিত্ত মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারের মানুষ পর্যন্ত কেনাকাটার জন্য যে স্থান সর্বস্তরে প্রসিদ্ধ তা নিউ মার্কেট নামে পরিচিত। ঢাকা শহরের প্রসিদ্ধ একটি স্থান হলো নিউমার্কেট। প্রায় সব ধরণের পন্যের সমাহার রয়েছে এই মার্কেটে। যারা ব্যবসা শুরু করবেন বলে চিন্তা করছেন, তারা তাদের পণ্যের পাইকারি কাঁচামাল কিংবা পাইকারি মূল্যে সংগ্রহ করতে পারে নিউমার্কেট থেকে।
বাংলাবাজার
বই কেনা বেচার ক্ষেত্রে খুবই জনপ্রিয় একটি স্থান হলো এই বাংলাবাজার। তবে, শুধু যে বই পাওয়া যায় তা কিন্ত নয় বরং বইয়ের পাশাপাশি নানা ধরণের পন্যের পসরা সাজিয়ে রেখেছে এইখানে। আপনি যদি স্টেশনারি ব্যবসা শুরু করতে চান তাহলে আপনি পণ্যের কাঁচামাল কেনার ক্ষেত্রে বেছে নিতে পারেন বাংলাবাজার।
উপসংহার
যেকোনো ধরণের ব্যবসা শুরু করার ক্ষেত্রে নানা ধরনের উদ্যোগ কিংবা ঊৎকন্ঠা কাজ করে থাকে।তাই জেনে বুঝে পন্য যাচাই করে ব্যবসা শুরু করুন দেখবেন সাফল্য আসবেই।